কুয়েতের পর কাতারে নিষিদ্ধ বিজয়ের ‘বিস্ট’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২২

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের চলচ্চিত্র ‘বিস্ট’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল। এরই মধ্যে এর প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন মহলের অভিযোগ, সিনেমাটিতে মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিত্রায়িত হয়েছে।

দক্ষিণ ভারতীয় চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইট বার্তায় জানিয়েছেন, সিনেমাটিতে ‘পাকিস্তানবিরোধী’ মনোভাব থাকায় কুয়েত সরকার দেশটিতে নিষিদ্ধ করেছে ‘বিস্ট’। এবার সেই তালিকায় যোগ দিল গুরুত্বপূর্ণ সিনেমার বাজার কাতার।

সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে।

পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় একশো কোটি রুপি। সূত্র: বলিউড বাবল