কেনিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৬

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৮, ২০২৫

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বেলা ৩টার দিকে কাইম্বুর কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, “আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুজন মারা গেছে।”

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেডক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, “বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।” সূত্র: আল জাজিরা