খুলনায় দুইদিনে তিনজনের করোনা শনাক্ত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৮, ২০২৫

দুইদিনে খুলনায় তিন নারীর করোনা শনাক্ত করা হয়েছে। আজ বুধবার খুলনা নগরীর বয়রা এলাকার বাসিন্দা করুণা বেগমের শরীরে করোনা শনাক্ত হয়।

তার শারীরিক অবস্থা এখনো ভালো রয়েছে। তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে মঙ্গলবার সুমাইয়া ও তানিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

খুলনা সদর হাসপাতালে সুমাইয়ার করোনা শনাক্ত হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তানিয়াকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক খান আহমেদ ইশতিয়াক বলেন, “আজ বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।”

তিনি আরও বলেন, “এরমধ্যে করুণা বেগমের শরীরের করোনা শনাক্ত হয়। তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”