গহনা নিয়ে নারীদের যে চিন্তা, তা আমার নেই: শাওন

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৩

গহনা নিয়ে নারীদের যে চিন্তা তা আমার নেই বলে জানিয়েছেন অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে বাজুস ফেয়ার-২০২৩ এ তিনি এ কথা জানান।

 

তিন দিনব্যাপী এই মেলার প্রথমদিনে বৃহস্পতিবার বিকেল ৩টায় ‘সেলিব্রেটিদের গহনা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে দেশের জনপ্রিয় অভিনেত্রীরা গহনা নিয়ে ভাবনা তুলে ধরেন।

 

শাওন বলেন, “প্রথমেই বলে রাখি, গহনা নিয়ে যে চিন্তা নারীদের থাকে, তা আমার নেই। তবুও বাঙালি নারী হিসেবে গহনার গুরুত্ব তো আছেই। এখানে এসে বাজুসের মূল কর্মকাণ্ড নিয়ে জেনেছি। আসলে স্বর্ণের গহনা নিয়েই বাজুস মেলা। আমার কাছে স্বর্ণের গহনা একটা ঐতিহ্যের বিষয়।”

 

তিনি আরও বলেন, “একসময় বিশেষ উপলক্ষ অর্থাৎ বিয়ের সময় স্বর্ণের অলংকারের প্রচলন ছিল। জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই তখনকার সময়ে নারীরা স্বর্ণের অলংকার ব্যবহার করতেন। সময় পাল্টেছে, এখন স্বর্ণলংকার শখের অনুষঙ্গ। সৌন্দর্যের প্রতীক।”

 

শাওন বলেন, “আমার কাছে এই বিষয়টা কিন্তু ভিন্ন। আমি মনে করি, আমার গহনা আমার সৌন্দর্য, আমার রুচিবোধ, আমার ব্যক্তিত্ব, আমার নৈতিকতা। তবে বাজুস মেলা আমার কাছে অসাধারণ উদ্যোগ মনে হয়েছে। বাংলাদেশে তৈরি গহনা মানে ‘মেড ইন বাংলাদেশ’ নামাঙ্কিত গহনা বর্হিবিশ্বে দরবারে দেখবো, সেটা সম্মানের।”

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

 

বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় এ সেমিনারে বাজুসের পাবলিকেশনের মোড়ক উন্মোচনে অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গ।

 

শোবিজ অঙ্গণের জনপ্রিয় তারকাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস, পিয়া জান্নাতুল, নিপুণ আক্তার, জাহারা মিতু, জ্যোতিকা জ্যোতি, সাবরিনা সুলতানা কেয়া, সোমনুর কোনাল, ইয়ামিন হক ববি, বর্ষা, বারিষ হক প্রমুখ।