গাজা শহর দখল ও হামাস নির্মূলে নেতানিয়াহুর ‘ভয়ংকর পরিকল্পনা’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৮, ২০২৫

গাজা দখলের প্রস্তাব অনুমোদন করেছে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা।

পরিকল্পনা অনুযায়ী, ইজরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আজ শুক্রবার সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ ইজরায়েলি প্রধানমন্ত্রীর অফিসের বরাতে বলেন, “রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর হামাসকে পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে। ইজরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে, সঙ্গে লড়াইরত অঞ্চলের বাইরের বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সাহায্য নিশ্চিত করা হবে।”

ইজরায়েলের জ্যেষ্ঠ একজন কর্মকর্তার বরাতে দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি বলেন, “গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।”

এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ইজরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।” সূত্র: আল জাজিরা