
চুমুর দৃশ্যের শট শেষে বমি করেছিলেন রাবিনা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৩
বলিউডের নব্বই দশকের প্রথম সারির অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। তিন দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার তার। কিন্তু এই ক্যারিয়ারে কেউ পর্দায় কখনও কোনো দর্শক তাকে চুম্বনদৃশ্যে দেখেনি। প্রায় সময় লাস্যময়ী রূপে পর্দায় হাজির হলেও তিনি কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি।
এর কারণ কী? অভিনেত্রী এই প্রসঙ্গে তার মতামত জানিয়েছেন গণমাধ্যমে। সম্প্রতি সাক্ষাৎকারে রাবিনাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, সেই সময় সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। তাছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।
এই প্রসঙ্গে একটি অভিজ্ঞতা ভাগ করে নেন রাবিনা। তিনি বলেন, “মনে আছে, একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।”
খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন রাবিনা কন্যা রাশা থডানী। মেয়েকে যদি পর্দায় কখনও চুম্বনদৃশ্যে অভিনয় করতে হয় তাহলে আপনি কি তা মেনে নেবেন? এ অভিনেত্রী সেই সিদ্ধান্ত আপাতত রাশার ওপরই ছেড়ে দিয়েছেন।