জাকির জাফরানের প্রকাশিতব্য কবিতার বই ‘অন্ধের জানালা’ থেকে

প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২০

প্রথম দশকের মেধাবী কবি জাকির জাফরান। কবিতায় মূলত তিনি দৃশ্য করতে পছন্দ করেন। তার আঙুলের জাদুতে শব্দ হয়ে ওঠে এক একটি ছবি। বলা চলে, কবিতায় আত্মমগ্ন এই কবি কবিতাচর্চার শুরুতেই নিজস্বতার স্বাক্ষর রেখেছিলেন। সময়ের সাথে তার কবিতায় ঘটেছে আরও উত্তরণ।

১৯৭৫ সালের ৪ আগস্ট সিলেটে তিনি জন্মগ্রহণ করেন। ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় বিসিএস (প্রশাসন)। প্রকাশিত বই: সমুদ্রপৃষ্ঠা ২০০৭, নদী এক জন্মান্ধ আয়না ২০১৪ এবং অপহৃত সূর্যাস্তমণ্ডলী ২০১৫। এ বছর বইমেলায় প্রকাশিত হচ্ছে তার কবিতার বই ‘অন্ধের জানালা’। প্রকাশ করছে বেহুলা বাংলা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ‘অন্ধের জানালা‘ থেকে কয়েকটি কবিতা ছাড়পত্রের পাঠকদের উদ্দেশে:

২০.
পাখিরা পেরিয়ে যাচ্ছে
কমলালেবুর
লাল অন্ধকার

২১.
শরতে
কাশফুল সাদা
কোনো উস্কানি ছাড়াই

২২.
হৃদয় ভাঙার শব্দে
ককিয়ে ওঠে
গণিকাপাড়া

২৩.
নদী—
আকাশের আয়না সে তো
চোখ মোছবার

২৪.
একটি স্মার্টফোন—
নিজেকে পুরুষ ভাবতেই
তাঁর আর ঘুম হয় না

২৫.
পানাফুল—
ফোলা চোখে দেখে যায়
পৃথিবীর হাস্যরস

২৬.
ভালোবাসা না পেয়ে
নদী—
সাঁতরে বেরিয়ে যাচ্ছে সমুদ্র থেকে

২৭.
স্ট্রবেরি—
একটি চুম্বন দেখি গড়িয়ে গড়িয়ে
শেষে আমার দিকেই আসে।

২৮.
লতাগাছ
আমাদের দেখা হল
দেয়ালের ঈষৎ ফাটলে

২৯.
ঝগড়াটে নারী
বরফ-পড়া রাতে
কী উষ্ণতায় চুমু খায়?

৩০.
প্রথম প্রেম—
ছুরির নিচে গলা
অথচ মন অন্য কোনখানে