
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৬, ২০২৫
জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে জামায়াত ইসলামির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ বুধবার জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, “ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত আজ দুপুরে জানানো হবে।”
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।
এরপর তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে ভাষণ দেন।