জেলজীবন নিয়ে বই লিখবেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৩, ২০২৪

জেল খাটার অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

২০২১ সালের ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দের কথা জানায় র‌্যাব। ঘটনায় পরের দিন নায়িকার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‌্যাব বাদী হয়ে মামলা করে। বর্তমানে তিনি জামিনে থাকলেও মামলা চলমান।

গ্রেফতারের ২৭ দিন পর জামিনে ছাড়া পান পরী। তবে গ্রেফতারের কারণ এখনও তার কাছে পরিষ্কার নয়। জেলজীবনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এবার তিনি বই লিখবেন। যেখানে কারাবাসের দিনগুলোর গল্প তুলে ধরবেন।

পরীমনি বলেন, “আমি কাউকে খুন করিনি, জঙ্গি হামলা করিনি, আমার বাসায় কোনো বোমা ছিল না। আমি আসলে কী করেছি এটাই জানি না! ভালো বিষয় হলো, এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। এই কথাটুকু থাকবে আমার বইয়ে।”

তিনি আরও বলেন, “একটু স্ট্রেট ফরোয়ার্ড বলে হয়তো আমার সঙ্গে এমনটা হচ্ছে। তবে এখন আমি জানি মানুষ কী পছন্দ করে, আর কী করে না। মানুষ চায় নিজের গলাবাজির নিচে সবার গলাবাজি থাকুক। সবাই চায় আমি আস্তে কথা বলি, অন্যেরা যা চায় সেটা করি। সমাজের চাপানো কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই তুমি লক্ষ্মী মেয়ে।”

পরীমনি বলেন, “আমাকে নিয়ে যত নেগেটিভ কথা হয়েছে, ঠিক ততটুকু পজিটিভ কথাও হয়েছে। আমি যখন জেল থেকে বের হলাম, মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তারা আমার কাজের জন্যই পাশে দাঁড়িয়েছিল।”

বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে একটি সিনেমাও রয়েছে পরীর হাতে।