তথ্যমন্ত্রীর বক্তব্যের পর ফারুকী ‘লক্ষ্য থেকে দূরেই আছি’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ৩১, ২০২২

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমায় কিছু বিষয় সংযোজন করে দিলে সিনেমাটি মুক্তি দেয়ার ক্ষেত্রে যে সমস্যা আছে তা কেটে যাবে। সোমবার বিকালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রীর এ বক্তব্যের পর সেন্সর বোর্ডের আপিল বিভাগে সাড়ে তিন বছর ধরে আটকে থাকা এ সিনেমার মুক্তির বিষয়টি কিছুটা হলেও এগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার ফারুকী তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “যদিও এখনো আমরা আমাদের লক্ষ্য থেকে দূরেই আছি, তবুও আমি এই ফাঁকেই আমাদের ইন্ডাস্ট্রি কলিগ, ভাই-ব্রাদার, এমনকি সরকারের ভেতরের ও বাইরের শুভানুধ্যায়ী, সাংবাদিক ও দর্শক ভাই-বোনদের ধন্যবাদ দিতে চাই। আপনাদের অব্যাহত সমর্থন আমাদের অক্সিজেন। প্লিজ কিপ ফ্লোয়িং!“

তিনি আরও লেখেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিষয়টি নিয়ে একটি সরকারি ভাষ্য দেয়ার জন্য। আমরা এই মুহূর্তে কোনো রকম মন্তব্য না করে পরবর্তী পদক্ষেপ দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি।