
দগ্ধদের চিকিৎসা সেবা শুরু করল চীনা বিশেষজ্ঞ দল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২৫, ২০২৫
আজ শুক্রবার সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন পাঁচ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসা পরামর্শ দেবেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সঙ্গে দেবেন সমন্বিত চিকিৎসা। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংও করতে পারেন।
হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।
বৃহস্পতিবার রাতে ঢাকা এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
চীনের দূতাবাস জানিয়েছে, চিকিৎসা দলটি এসেছে দেশটির হুবেই প্রদেশেন উহান থার্ড হসপিটাল থেকে।
এর আগে, ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে সেখানে আগুন ধরে যাওয়ায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত ২৯ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশির ভাগই শিশু।