দগ্ধদের সেবায় কাজ শুরু করেছেন ভারতের চিকিৎসকরা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫

ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা চিকিৎসাসেবা শুরু করেছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত চিকিৎসা পরামর্শের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা প্রতিটি সংকটাপন্ন মামলার পর্যালোচনা করেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তাদের মূল্যায়ন তুলে ধরেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ৩ সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাসের অংশ হিসেবে ভারতীয় চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।