দর্শক আমার প্রেমে পড়লে ভালোলাগা কাজ করে: নয়নতারা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৯, ২০২৩
দর্শক আমার প্রেমে পড়লে ভালোলাগা কাজ করে বলে জানিয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি নিজের ক্যারিয়ারের সাফল্য নিয়ে গণমাধ্যমে কথা বলার সময় তিনি একথা জানান।
প্রায় দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। সেই সাফল্যের রেশ ধরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে বলিউড অভিষেক হতে যাচ্ছে নয়নতারার। চলতি বছরই মুক্তি পাবে তার ‘জওয়ান’ শিরোনামের সিনেমাটি।
নয়নতারা বলেন, “ক্যারিয়ারে নানা উত্থান-পতনে ভেতর দিয়েই সবাইকে যেতে হয়। আমিও নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছি। তবে এখন আমার ক্যারিয়ারের সব দিকই ভালো বলতে পারেন। নিজেকে এখন ধন্য মনে হয়।”
তিনি আরও বলেন, “এছাড়া ক্যারিয়ারের প্রথম বলিউড সিনেমা শাহরুখের মতো সুপারস্টারের বিপরীতে শুরু করতে পারব, এটা কখনও কল্পনাও করিনি। তবে এমনটা সৃষ্টিকর্তা এবং আমার দর্শকদের কারণেই সম্ভব হয়েছে। কিন্তু তাদের কাছে কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব, জানি না।”
নয়নতারা বলেন, “আমার একমাত্র উদ্দেশ্য হলো, ভালো সিনেমা সবাইকে উপহার দেওয়া। সেটা আমার প্রযোজনা বা অভিনীত যেভাবেই হোক। আমি সব সময় মনে করি, ভালো বিষয়বস্তু এবং শালীন সিনেমা দিয়ে দর্শকদের খুব কাছাকাছি যাওয়া যায়।”
তিনি আরও বলেন, “দর্শকরা যখন আমার কাজ দেখে মুগ্ধ হয় এবং আমার প্রেমে পড়ে, তখন সত্যি অন্যরকম ভালোলাগা কাজ করে নিজের ভেতরে।”
উল্লেখ্য, চলতি বছর ‘জওয়ান’ ছাড়াও বেশ কয়েকটি দক্ষিণি সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পর করবেন নয়নতারা।
























