দুই কবির দুটি কবিতা

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২০

মমতাজ জাহান

জান্নাত হতে বিদায়

ফলশ্রুতিতে আমি নিক্ষিপ্ত হলাম আমার শৈশব থেকে।
আমার হাতদুটো উষ্ণ হলো আপেলের তাপে,
নরকের আগুনেও পেলাম প্রেমের গুঞ্জন।
আমি শ্রদ্ধার সাথে মেনে নিলাম এই মধুর শাস্তি।

আমি জানি না এ কেমন শাস্তি!
যা আমার প্রভুর অভিশাপ।  
কেমন করে নিষ্পাপ শিশুর চোখ
একদিন হয়ে যায় কামনার দৃষ্টি।

মিলনোত্তর এই অসাড় দেহ
একদিন ভুলে যাবে সঙ্গম স্মৃতি, ঠোঁটও তার চুম্বন প্রীতি।
আমার চোখে লেগেছে মিলনের আলো,
আমার প্রভু তার চেয়ে অধিক ভালো।
আমি আবার ফিরবো আমার প্রভুর কাছে,

পাল তুলে বেয়ে যাব পোতাশ্রয়ের দিকে।
থামিয়ে মৃদু প্রেমের বাতাস, বাইবো নাও
প্রবল ঝড়ের বেগে।

আবার ফিরে পেতে সেই স্বর্গীয় শৈশব,
আমি পুজো করবো।
প্রভুর প্রেমের কাছে নতজানু হবো।
একাকার হয়ে যাব তাঁর মহিমার অংশ হয়ে।

সৈয়দ রিয়াদ হোসেন

তারা কাঁদে মনের গহীনে, রাতের আঁধারে

পুরুষ মানে কঠোর
পুরুষ মানেই হিংস্র
পুরুষ মানেই হৃদয়হীন এক বস্তু
পুরুষদের কান্না করা মানা
পুরুষদের কান্না পাপ।

নারী মানেই নরম
নারী মানেই হৃদয়ময়ী
নারী মানেই ভালোবাসাময়ী
নারীদের কান্না করার জায়েজ
নারীদের কান্না করা যথার্থ

এ কেমন কথা, এ কেমন শিক্ষা!
এ কেমন ব্যবস্থা, এ কেমন অজ্ঞতা!
এ কেমন নিয়ম?

পুরুষদেরও কান্না পায়
পুরুষদেরও আনন্দ আছে
পুরুষদেরও হৃদয় আছে
পুরুষদের কান্না কেউ বোঝে না
তারা কাঁদে মনের গহীনে, রাতের আঁধারে।