দ্বিতীয় বিয়ে করলেন এস আই টুটুল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৮, ২০২২
নিউইয়র্ক প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। টুটুলের ঘনিষ্ট একটি সূত্রে এ খবর জানা গেছে।
সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে। নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন। চাকরির পাশাপাশি উপস্থাপনা ও গণমাধ্যমের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি সোনিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
জানা গেছে, আরটিভির একটি মিউজিক রিয়েলিটি শো এর সুবাদে পরিচয় হয় টুটুল ও সোনিয়ার। এরপর থেকেই তাদের মধ্যে চলে মন দেয়া-নেয়া।
সোনিয়া বলেন, “মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে শুধু। খুব জলদিই আমেরিকা ও বাংলাদেশে বন্ধু-বান্ধবদের নিয়ে আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য, অভিনেত্রী তানিয়া আহমেদ ও টুটুলের মধ্যে ডিভোর্স হয় এক বছর আগে। ডিভোর্সের এক বছর পর খবর এলো টুটুলের দ্বিতীয় বিবাহের।
























