নগ্ন ছবি ও ভিডিও বিতরণ, মডেল মিউ সানের কারাদণ্ড
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ছবি ও ভিডিও বিতরণ করার অভিযোগে মিয়ানমারের মডেল ন্যাঙ মিউ সানকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকার। দুই সপ্তাহ আগে তিনি দোষী সাব্যস্ত হন।
সেনাবাহিনী জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাঙ মিউ সান নগ্ন ছবি ও ভিডিও বিতরণ করেছেন। এটা করে তিনি সংস্কৃতি ও সামাজিক মর্যাদার ক্ষতি করছেন। এ সংক্রান্ত ৩৩ (এ) ধারায় তিনি অভিযুক্ত হয়েছেন।
এ আইনে সর্বোচ্চ সাজা হলো সাত বছরের কারাদণ্ড। সেনা আদালতে তার বিচার হয়েছে, যেখানে মিউ সানের কোনো আইনজীবীর প্রবেশাধিকার ছিল না।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘অনলি ফ্যানস’ এ জান্তাবিরোধী পোস্ট দেন মিউ সান। এমনকি নিজেও বিক্ষোভে অংশ নেন। এই সামাজিক মাধ্যমের ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম, যাকে জান্তা সরকার কারাদণ্ড দিল।
এর আগে আগস্ট মাসে একই আইনে আরেক মডেল থিনজার উইন্টকে আটক করা হয়েছিল। তিনি বিক্ষোভে অংশ নেওয়ার ছবি পোস্ট করেছিলেন। অক্টোবরে তার বিচার হওয়ার কথা রয়েছে।
মিউ সান ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলে বসবাস করেন। চলতি বছর ওই এলাকায় সেনাবাহিনী দমন-পীড়ন চালায়। তার মা বার্মিজ বলেন, “সম্প্রতি মিউ সানের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। কিন্তু তার কারাদণ্ড হওয়ার কথা আমি জানতাম। না। বুধবার জান্তা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে আমি জানলাম, ছয় বছরের কারাদণ্ড হয়েছে।” সূত্র: বিবিসি
























