নেতাদের কোনো কাজ নেই, এরা খুবই বোকা: উরফি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৩, ২০২৩
সম্প্রতি অভিনেত্রী উরফি জাভেদের পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবি তোলেন ভারতের মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চা দলের সভাপতি চিত্রা ওয়াগ। তার দাবির কড়া জবাব দিলেন উরফি।
সোশ্য়াল মিডিয়ায় লেখেন, “আমি জেলে যেতে প্রস্তুত। কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসেব দিন। সবাইকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তারা।”
তিনি আর লেখেন, “দেশের নেতাদের কোনো কাজ নেই। এরা খুবই বোকা মানুষ। পুরোটাই প্রচারের জন্য আমাকে আক্রমণ করেছেন এই নেত্রী।”
সম্প্রতি টুইটে চিত্রা লেখেন, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। একদিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্যদিকে কিছু মেয়ে এইভাবে প্রলোভন দেখাচ্ছে।”
























