
পপ তারকা মুনবিন মারা গেছেন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ২০, ২০২৩
দক্ষিণ কোরিয়ান ২৫ বছর বয়সী পপ তারকা মুনবিন মারা গেছেন। বুধবার রাতে শিউলে নিজ অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ধারণা করছে, মুনবিন আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ তার মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।
মুনবিনের রেকর্ড লেবেল ফ্যান্টিয়াগো বিবৃতিতে বলেছে, মুনবিন অপ্রত্যাশিতভাবে আমাদের পৃথিবী ছেড়ে আকাশের তারা হয়ে গেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে বয় ব্যান্ড অ্যাস্ট্রোতে যোগদানের আগে মুনবিন অভিনেতা ও মডেল হিসেবে পরিচিত ছিলেন। সূত্র: বিবিসি