পশ্চিমা অস্ত্র দিয়ে ইজরায়েল ফিলিস্তিনিদের হত্যা করে: ইরান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫

পশ্চিমা অস্ত্র দিয়ে ইজরায়েল ফিলিস্তিনিদের হত্যা করে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইসমাঈল বাঘাই লেখেন, “পশ্চিমা অস্ত্র দিয়ে ইজরায়েল ফিলিস্তিনিদের হত্যা করে, পশ্চিমা সম্মতিতে অনাহারে রাখে এবং যুক্তরাষ্ট্রের ভেটো ও পশ্চিমা মদদে জবাবদিহিতা এড়িয়ে যায়।”

তিনি আরও লেখেন, “এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে। আর কোনো ফাঁকা কথা নয়। আর কোনো দ্বিমুখি মানদণ্ড নয়। গাজার নিরীহ মানুষকে অনাহার ও গণহত্যা থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া আমাদের সকলের দায়িত্ব।”

ইসমাঈল বাঘাই লেখেন, “পাশাবিক ইজরায়েলি অপরাধীদের লাগাম টেনে ধরতে হবে এবং তাদের নৃশংস ও জঘন্য অপরাধের বিচার করতে হবে।”

বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইজরায়েলি হামলায় একদিনে ৮৯ ফিলিস্তিনি নিহত ও ৪৫৩ ফিলিস্তিনি আহত হয়েছে। এর ফলে ভূখণ্ডটিতে ইজরায়েলের গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই ১ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত ও ৭ হাজার ২৭৫ জনের বেশি আহত হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইজরায়েলি সেনাবাহিনী। এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। সূত্র: মেহের নিউজ