‘পুরো ইন্ডাস্ট্রি বুবলীর হাতের মুঠোয় থাকবে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২২
পুরো ইন্ডাস্ট্রি বুবলীর হাতের মুঠোয় থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্র মরিনা মিঠু। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেবি বাম্প’ এর ছবি পোস্ট করার পর চিত্রনায়িকা শবনম বুবলী নানাভাবে সমালোচিত হচ্ছেন। এ পরিস্থিতিতে তার পক্ষে কথা বললেন মরিনা মিঠু।
মঙ্গলবার দুপুরে শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেবি বাম্প’ এর ছবি পোস্ট করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে আলোচনা। বুবলীর স্বামী কে, কবে বিয়ে করেছেন, তার সন্তানের বাবা কে—এমন হাজারও প্রশ্নে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
এ পরিস্থিতিতে বুবলী বলেন, “বিষয়টা স্পষ্ট করার জন্য আমি কয়েক দিন সময় চাই।” এ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। মঙ্গলবার রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাঁদর’ সিনেমার শুটিং সেটে বুবলীর পাশে থাকার কথা ব্যক্ত করেন মিঠু।
মনিরা মিঠু বলেন, “বুবলীর পেছনে তাকানোর সময়ই নেই। ও অত্যন্ত মেধাবী, মিষ্টি মেয়ে। তার পিছুটান থাকাই উচিত না। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময় তার। স্ট্রেইট এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা।”
তিনি আরও বলেন, “শিল্পী যত বড় স্টার হোক, সে একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে বিনীতভাবে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং তাকে মানসিক সাপোর্ট দেওয়া উচিত। অনেক বেশি সাহস দেওয়া উচিত।”
মনিরা মিঠু বলেন, “বুবলীকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। আর ও যেহেতু সিনেমার সেটে আছে, চমৎকার করছে সে। তার ব্যক্তিগত ব্যবহার আমার খুব পছন্দের, তার অভিনয় খুব ভালো, তার নম্রতা, তার বিনয়, তার শিষ্টাচার— এসব আমার খুব পছন্দের।”
তিনি আরও বলেন, “বুবলীর এগিয়ে যাওয়া যদি প্রতিবন্ধকতার না হয় তাহলে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার হাতের মুঠোয় চলে আসবে। ও এগিয়ে চলছে চমৎকারভাবে। আর আমি বলব, ওর মাত্র শুরু। ওর হারাবার কোনো ভয় নেই। এগিয়ে যাওয়ার বিস্তর রাস্তা খোলা আছে।”
মিঠু বলেন, “আমি শুধু ওর এগিয়ে যাওয়া দেখতে চাই। ও একজন শিল্পী, আমি একজন শিল্পী, আমিও চাই ও শুধু এগিয়ে যাবে। ও এগিয়ে যাবে, ইনশাল্লাহ পুরো ইন্ডাস্ট্রি ওর হাতের মুঠোয় থাকবে।”
























