প্রকাশিত হলো ‘আমাদের বঙ্গমাতা’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৮, ২০২২
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন আজ সোমবার। এ দিনে প্রকাশিত হলো তাকে নিয়ে তৈরি নতুন গান ‘আমাদের বঙ্গমাতা’। সুজন হাজংয়ের লেখা, সুমন কল্যাণের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।
অবন্তী সিঁথি বলেন, “বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথমবার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার।”
সুমন কল্যাণ বলেন, “বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা অনন্য সাধারণ। বঙ্গমাতার মতো একজন বাঙালি নারীর লড়াইটায় বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। তার প্রতি আমরা চিরকাল ঋণী।”
আমাদের বঙ্গমাতা গানটির ভিডিও সুজন হাজং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
























