
ফিলিস্তিনি মেয়রসহ ৪ জনকে আটক করল ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৫
জেনিনের দক্ষিণে অবস্থিত সিলাত আল-জাহর শহরে অভিযান চালিয়ে মেয়র আবদুল ফাত্তাহ আবু আলিসহ চারজনের বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে আটক করে ইজরায়েলি সেনাবাহিনী (আইওএফ)।
আইওএফ জেনিন শহরের দক্ষিণে অবস্থিত জাবা’শহরে অভিযান চালিয়ে যায়েদ কানানকে আটক করে। তারা জেনিনের পশ্চিমে অবস্থিত কাফর দান শহরেও অভিযান চালায়, শহরের রাস্তায় তাদের গাড়ি মোতায়েন করে।
এছাড়া নাগরিকদের গাড়ি তল্লাশি করে, বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায় এবং ইয়ামেন মারই ও মোহাম্মদ আজ্জাম মারইকে আটক করে। সূত্র: ওয়াফা