বইমেলায় ‘পিপীলিকার সংসার’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৪
প্রথম প্রকাশনা গল্প সংকলন ‘পিপীলিকার সংসার’ নিয়ে বইমেলায় প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘পিপীলিকা’। ২২টি গল্পের সমাহার ‘পিপীলিকার সংসার’।
শনিবার বিকেল সাড়ে ৪টায় ‘পিপীলিকার সংসার’ গল্পসমগ্রের মোড়ক উন্মোচিত হয় সোহরাওয়ার্দী উদ্যানের পুকুর পাড়ে মঞ্চে। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকাশক সংস্থা রকমারি ডট কমের সিইও মাহমুদুল হাসান সোহাগ।
অর্ধযুগ ধরে দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত নাম ডুফা। সংগঠনটির জন্মলগ্ন থেকেই একঝাঁক সাহিত্যপ্রেমী নিজেদের মধ্যে তাদের সাহিত্যমেধা ও মননের শুদ্ধচর্চা করে আসছে।
ডুফিয়ানদের প্রতিভা একবৃন্তে এনে কুসুমকলি হিসেবে প্রস্ফুটিত করার উদ্যোগ হিসেবে সুগঠিত প্লাটফর্ম হলো পিপীলিকা। যার ছায়াতলে ডুফা সমাজের জন্য, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য, রাষ্ট্রের জন্য এবং সর্বোপরি মানবতার উন্নয়ন ও চিন্তাশীলতা বিকাশে অসামান্য অবদান রাখছে।
প্রথাগত সাহিত্য মাধ্যমসমূহের পাশাপাশি অনলাইনেও স্মার্ট লেখক ও পাঠকদের চাহিদা পূরণে সক্ষম হয়েছে পিপীলিকা।























