বইমেলায় মেহেদি রাসেলের কবিতার বই ‘তোমার দিকে যাই’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২০

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশনা সংস্থা নৈঋতা ক্যাফে থেকে প্রকাশিত হয়েছে মেহেদি রাসেলের কবিতার বই ‘তোমার দিকে যাই’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল। মেলায় বইটি পাওয়া যাচ্ছে নৈঋতা ক্যাফের স্টল নং ৪৮৩ এ।

‘তোমার দিকে যাই’ কাব্যগ্রন্থটি প্রসঙ্গে মেহেদি রাসেল বলেন, “প্রথম বই ‘নিরর্থ ঝিনুকে’র পর প্রায় ৯ বছর ধরে যেসব কবিতা লেখা হইছিল, সেগুলো নিয়ে দ্বিতীয় বই ‘তোমার দিকে যাই’ বের হলো বন্ধু রাহেল রাজিবের উদ্যোগে, তার প্রকাশনা নৈঋতা ক্যাফে থেকে।”

মেহেদি আরো বলেন, “প্রথম বইটা যেহেতু বাজারে আর পাওয়া যায় না (জানি না কী হইছে), এইটা সংগ্রহ করতে পারেন। ৫৬ পৃষ্ঠার বইটিতে কবিতা আছে ৪৮টি।”

উল্লেখ্য, মেহেদি রাসেলের জন্ম ও বেড়ে ওঠা গোপালগঞ্জে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যুক্ত আছেন ঢাকায় একটি সংবাদমাধ্যমের সঙ্গে।