বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২২
বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেই। আজ বুধবার দিল্লির এমসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
জানা গেছে, ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছিলেন। জ্ঞান ফিরেছিল তার। তবে ১ সেপ্টেম্বর আবার তার শারীরিক অবনতি হতে থাকে।
এমস সূত্রে জানা গেছে, হৃদরোগের চিকিৎসাধীন রাজুর হঠাৎই জ্বর আসতে শুরু করে। ঝুঁকি না নিয়ে রাজুকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখেন চিকিৎসকেরা। ২০ দিন চিকিৎসা চলছিল তার বুধবার সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, দেড় মাসের চিকিৎসাপর্বে একের পর এক শারীরিক সমস্যা দেখা দেয় রাজুর। হার্ট অ্যাটাকের পর প্রথমে তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। দুটি স্টেন্টও বসে। কিন্তু তাতে হার্ট সচল হলেও রাজু সুস্থ হননি।
রাজুর চিকিৎসক অনিল মুরারকা বলেন, “হার্ট সচল হলেও রাজুর মস্তিষ্ক জবাব দিয়েছে। ফলে ভেন্টিলেশন সাপোর্টেই রাখতে হয় তাকে।” সূত্র: আনন্দবাজার
























