
বিকেলে জামায়াতের জাতীয় সমাবেশ: রমনা পার্কেও নেতাকর্মীদের অবস্থান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৯, ২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ শনিবার বিকেলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যা।
উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি। রমনা পার্কেও অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছে, কেউবা ভ্যাপসা গরমের মাঝে শুয়ে বিশ্রাম নিচ্ছে।
রমনা পার্কে অবস্থান করা বেশ কয়েকজন জামায়াত কর্মী জানিয়েছে, ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে পার্কে তারা অবস্থান নিয়েছে। দুপুরের পর তারা সোহরাওয়ার্দী উদ্যানে যাবে।