বিশ্বখ্যাত রকস্টার জাস্টিন বিবারের মুখের একপাশ অবশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১১, ২০২২
বিশ্বখ্যাত কানাডিয়ান রকস্টার জাস্টিন বিবারের মুখের একপাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও বার্তার বিষয়টি বিবার জানিয়েছেন।
২৮ বছর বয়সী এই পপ তারকা বলেন, “একের পর পর স্টেজ শো বাতিল করতে হচ্ছে আমাকে। এতে আপনারা অনেকেই হয়তো খুব বিরক্ত হয়েছেন। কিন্তু আমার শরীর আমাকে বলছে, কিছু দিনের বিরতি নেওয়া উচিত।”
বিবার বলেন, “শরীর আর সায় দিচ্ছে না। আমি মুখের একপাশ দিয়ে হাসতেও পারছি না। নাকের এক পাশও অচল হয়ে গেছে। এ কারণে জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর আপাতত স্থগিত রাখতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “রোগটিতে আক্রান্ত হওয়ায় মুখের একটি অংশের নড়াচড়াই বন্ধ হয়ে গেছে। এখন আমি ডান চোখের পাতা ফেলতেও অক্ষম। বিরল এই রোগটির নাম ‘রামসে হান্ট সিনড্রোম’।”
ভিডিওটির ক্যাপশনে জাস্টিন বিবার লেখেন, অনুগ্রহ করে সবাই ভিডিওটি দেখুন। আমার জন্য প্রার্থনা করুন। সূত্র: বিবিসি
























