বিশ্বের সর্ববৃহৎ বইমেলায় বাংলাদেশ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৮, ২০১৯

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা ‘ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা’। এ বইমেলার এবার ৭১তম আয়োজন। মেলা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ১০৪টি দেশ থেকে ৭,৪৫০ প্রকাশক আর প্রকাশনা সংক্রান্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

পাঁচ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন দেশের সাহিত্য, সংস্কৃতি এবং বই ব্যবসার সমস্যা ও তার সমাধান নিয়ে অনুষ্ঠিত হবে চার হাজারেরও বেশি সেমিনার। ২০১৫ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

এ বছর মেলায় বাংলাদেশ স্টল উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রি কে এম খালেদ এমপি। ফ্রাঙ্কফুর্ট বই মেলায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রলায়ের সচিব ড. আবু হেনা মোস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজিসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসাইন ছোটন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি খান মাহবুবুল আলম প্রমুখ।

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রি কে এম খালেদ এম পি জানান, আগামী বছর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়ে ফ্রাঙ্কফুর্ট বই মেলায় অংশগ্রহণ করবে।

মেলা চলবে ১৪ অক্টোবর রোববার পর্যন্ত। শনি ও রোববার এই মেলা সাধারণ দর্শকদের জন্য খুলে দেয়া হয়। ফ্রাঙ্কফুর্ট বইমেলাকে ঘিরে জার্মানি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।