বৌভাতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২১

বৌভাত অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ১৪ জন মারা গেছে। আহত হয়েছে কয়েকজন। মঙ্গলবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিল কনেপক্ষের আত্মীয়রা। রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরে গাড়িগুলো যাচ্ছিল। এ সময় ১০ চাকার একটি পাথরবোঝাই ট্রাক ময়নাগুড়ির দিকে যাচ্ছিল।

পুলিশ আরো জানায়, জলঢাকা সেতুর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনের গাড়িটি ডিভাইডারে উঠে কাত হয়ে যায়। সে সময় পাশ কাটিয়ে কনেযাত্রীদের বাকি দুটি গাড়ি যাওয়ার চেষ্টা করতে ট্রাকটি গাড়ি দুটির ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ ১২ জন নিহত হয়।

পুলিশ জানায়, হাসপাতালের পথে আরো দুজন মারা যান। নিহতদের মধ্যে সাত নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। নিহতরা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা। সবার পরিচয় এখনও জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার