ভালোবাসার মানুষ সব সময়ই রূপসী

শরীফ উল্লাহ

প্রকাশিত : জুন ০৮, ২০২০

শওকত ওসমান তার এক লেখায় বুঝিয়েছিলেন, নদীর পানি আর নারীর যৌবন যেন সব সময়ই এক। জ্যান্ত নদীর পানি কোনোদিনও শুকায় না। নারীর যৌবনও যেন নদীর পানির মতোই উতালা। কোনোদিনও হয়তো শেষ হয় না। তবে নদীর জোয়ারের মতো কখনো সখনো ভাটা পড়ে। কিন্তু শেষ হয় না। কথাগুলো আমার না। আমার শৈশবের বন্ধু নীলের।

 

শিশুকাল থেকেই আমরা এক সঙ্গে বড় হয়েছি। একই স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়েছি। আমার পড়া শেষ হলেও তার শেষ হয়নি। ইচ্ছে আরো কতো শতো ডিগ্রি নেবে। চেষ্টাও করছে। গল্প করলে হয়তো তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তবে একটা গল্প যেন বলতেই হয়...

 

নীল রয় এক রূপসী মেয়ের প্রেমে পড়েছিল। পছন্দ করতো, সঙ্গে ভালোও বাসতো। এখনো করে, ভালোও বাসে। সেই অনেক আগে থেকে। ২০১২ সালের শেষের দিক থেকে। কিন্তু তাকে নিজের করে পাওয়া হয়নি তার। কয়েকবার ফোন কলের মাধ্যমে ভালোবাসার কথা জানাতেও চেয়েছিল। জানিয়েও ছিল কিন্তু দ্বি-পাক্ষিক প্রেম আর হয়ে ওঠনি। এক-পাক্ষিকভাবে ভালোবেসে গেল নীল। এমন এক পরিস্থিতির মধ্যে পড়লো যে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াতেও পারল না। দাঁড়াবেই বা কি করে, নিজের আদর্শের সঙ্গে বিদ্রোহ করতে পারেনি রয়।

 

সে প্রায়ই বলত, ‘আমার প্রিয় মানুষটি ভালোবাসার কথা জানানোটাই ছিল ভুল। কারণ আমি যাকে ভালোবেসে স্বপ্ন সাজিয়েছিলাম সে অন্য কারো প্রেমিকা। ভালোবাসার কথা জানাতে গিয়ে জানতে পারলাম আমার এক প্রিয় মানুষের ভালোবাসার মানুষ জীতু। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি। আমার ভালোবাসার কাছে তাদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ ছিল। আমি চাই না আমার জন্য কারো সম্পর্ক নিয়ে চুল পরিমাণ টানাপোড়েন শুরু হউক।

 

নীল ভার্সিটির হলে বসে সেই কথাগুলোই বলছিল একদিন। তারপর একদিন এক সুন্দরীকে দেখিয়ে বললাম প্রেম করতে। করতে গেল। গিয়ে বলে দিল প্রথম ভালোবাসার কথা। মানে যাকে সে প্রথম ভালোবাসতো। তারপরও সমস্যা ছিল না। কথা আর আড্ডা চলতে লাগলো। হাঠাত একদিন জানা গেল ওই সুন্দরী তরুণী ছিলেন ভার্সিটির মনোবিজ্ঞানের শিক্ষিকা। এরপর আর প্রেম করা আর হয়নি তার।

 

ফাঁকে পড়ে বন্ধুর আর প্রেম করা হয়ে ওঠেনি। ভুলাও হয়নি সেই প্রথম ভালোবাসাকে। চলতে থাকে সময়। কমতে তাকে দিন। হঠাত একদিন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দরজায় কড়া নাড়ে সেই ভুল। ভুলে ভালোবাসা প্রেমিকাকে আর যাইহোক ভুল ছাড়া অন্য কিছু বলা যায় না। চলে যাওয়া সময়গুলোতে ফিরিয়ে নিয়ে যায়। উসকে দেয় পুরনো প্রেম। সেখানে তার কি দোষ?

 

নীল রয় এখন পুরনো প্রেমে মত্ত। তবে দ্বি-পাক্ষিক নয়। এক-পাক্ষিক। তার প্রেমে নেই কোনো পিছুটান, নেই কোনো শাসন-বারণ। তবে তার গলায় এখন অন্য সুর। একটাই কথা ভালোবাসার মানুষ মেঘনা কিংবা গঙ্গার মতো। অথবা সমুদ্রের মতো। সবসময় রূপসী।

 

নীল তার প্রেমিকাকে নিয়ে সব কিছুই করতে পারে। শুধু নিজের করে পেতে পারে না। আদর্শের সঙ্গে বেইমানি করতে পারেনি রয়। এনিয়েই যেন বিজয়ের হাসি তার মুখে...