শিক্ষাপ্রতিষ্ঠান-পার্কের পাশে সিগারেট বেচলে ৫ হাজার টাকা জরিমানা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৫
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কসহ জনগুরুত্বপূর্ণ স্থানের আশপাশে তামাক ও তামাকজাত পণ্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।
নতুন এই আইন অনুযায়ী, নির্দিষ্ট সীমানার মধ্যে তামাক বিক্রি করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশটি জারি করা হয়।
মূলত ২০০৫ সালের মূল আইনটি সংশোধন করে এই নতুন ধারাগুলো যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবে না বা কাউকে দিয়ে বিক্রি করাতে পারবে না।
জনস্বার্থ বিবেচনায় সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সময় সময় সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই ১০০ মিটারের সীমানা আরও বাড়াতে পারবে বলেও অধ্যাদেশে ক্ষমতা প্রদান করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি এই নতুন বিধান লঙ্ঘন করে তবে তাকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে। তবে কেউ যদি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ করে তবে তাকে পূর্ববর্তী শাস্তির দ্বিগুণ হারে দণ্ড ভোগ করতে হবে।























