মিস ইন্ডিয়ার মুকুট সিনি শেঠির মাথায়
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ০৫, ২০২২
ভারতের কর্ণাটকের মেয়ে সিনি শেঠি এবার মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন। মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০২২ এর মুকুট পরানো হলো তার মাথায়।
একুশ বছর বয়সী সিনি শেঠি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে স্নাতক শেষ এখন পেশাদারী কোর্স সিএফএ করছেন। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন রাজস্থানের রুবল শেখাওয়াত। তিনি রাজস্থানের প্রতিনিধিত্ব করেন।
নিজেকে একজন কৌতূহলী শিক্ষার্থী বলে অভিহিত করেন এই সুন্দরী। রুবল নাচ, অভিনয়, চিত্রকলা এবং ব্যাডমিন্টন খেলায় পারদর্শী।
২১ বছর বয়সী শিনাতা চৌহানের মাথায় উঠেছে এই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপের মুকুট। তিনি ভারত উত্তর প্রদেশের বাসিন্দা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
























