‘মুজিব’ বায়োপিকের ট্রেলারটি অফিশিয়াল নয়: শুভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৩, ২০২২

‘মুজিব’ বায়োপিকের প্রকাশিত ট্রেলারটি অফিসিয়াল নয় বলে জানিয়েছেন মুজিব চরিত্রে রূপদানকারী অভিনেতা আরেফিন শুভ। ভয়েস অফ আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান।

আরিফিন শুভ বলেন, “মুজিব বায়োপিকের প্রকাশিত ট্রেলারটি অফিসিয়াল নয়। এটা শুধুমাত্র কান চলচ্চিত্র উৎসবের জন্য বানানো ট্রেলার। এখনো সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।”

তিনি আরও বলেন, “ট্রেলারটা মাত্র ১৩ দিনে বানানো হয়েছে। ভিএফএক্স-এর যে কাজগুলো দেখছেন, সেটা কিন্তু মাত্র ১০ দিনে করা। এখনো ভিএফএক্স-এর কাজ বাকি আছে।”

শুভ বলেন, কান চলচ্চিত্র উৎসবে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনেক বিদেশি ডিরেক্টর ও অতিথি উপস্থিত ছিলেন। জার্মানিসহ বেশ কয়েকজন ডিরেক্টর ট্রেলার প্রকাশ পরবর্তী পার্টিতে বললেন, ‘স্পিচ অফ দ্য ডে’।”

তিনি আরও বলেন, “বিদেশিরা বঙ্গবন্ধু সম্পর্কে এমন সব অজানা তথ্য পেয়ে বেশ অবাক হয়েছেন। তারা বঙ্গবন্ধুকে জানলেন। বিদেশে বঙ্গবন্ধুর কথা নতুনভাবে অনেকেই জানল, এটা আমার জন্য পরম পাওয়া।”

শুভ বলেন, “সেপ্টেম্বরে দেশের মানুষের জন্য চূড়ান্ত ট্রেইলার মুক্তি দেওয়া হবে। পুরো পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হতে সময় লাগবে দুই মাস। এরপর একদম নিশ্চিত মুক্তির তারিখ বলা সম্ভব হবে।”