যুদ্ধ দিয়েই যুদ্ধকে বিলোপ করা সম্ভব

রিফাত বিন সালাম

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০১৯

২০১৪-১৮ সালের মধ্যে দুনিয়াব্যাপী অস্ত্র বিক্রি ২০০৯-১৩ সালের চেয়ে ৭.৮ শতাংশ বেশি ছিল। প্রধান রফতানিকারক দেশগুলো ছিল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং চীন। আর আমদানিকারক দেশের তালিকায় শুরুতেই সৌদি আরব, ভারত, মিশর, অস্ট্রেলিয়া এবং আলজেরিয়া।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানায়, ২০১৭ সালে দুনিয়ায় যে পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে তার দশ শতাংশ করেছে রাশিয়া। প্রায় তিন হাজার ৭৭০ কোটি ডলার। আর দুনিয়ায় মোট বিক্রি অস্ত্রের প্রায় ৫৭ শতাংশই করেছে মার্কিন দেশ। প্রায় ২০ হাজার কোটি ডলার। অর্থাৎ ২০১৭ সালে কম হলেও ৩৫ হাজার কোটি ডলারের অস্ত্র হাতবদল হয়েছে।

এই যে অস্ত্রের বিশাল বাজার, সেটা কার পয়সায় গড়ে উঠেছে? মানুষের পয়সাতেই, মানুষের শ্রমেই। অথচ মানুষই শেষ পর্যন্ত মরছে। এ এক মহা উন্মাদনা! অস্ত্র উৎপাদন না করে দুনিয়ার সকল মানুষের ভাতের অধিকার আদায় করার ছিল, ওটাই আসল কাজ। কিন্তু এটাই পুঁজিবাদ। উন্মাদনাই পুঁজিবাদের প্রাণ।

দার্শনিক মাও`কে যারা খারিজ করে কথায় কথায়, তারা জানে না গত কয়েক দশকে কত মানুষকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাকি ইতিহাস বাদই থাক। ১৯৪৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় তিন কোটি বেসামরিক মানুষকে হত্যা করে। (গ্লোবাল রিসার্চ: সেন্টার ফর রিসার্চ অন গ্লোবালাইজেশন)।

মাও কিছুটা বলেছিলেন, যুদ্ধ বিলোপ করার সমর্থক আমরা। আমরা যুদ্ধ চাই না। কিন্তু যুদ্ধ দিয়েই যুদ্ধকে বিলোপ করা সম্ভব। শেষ পর্যন্ত মানুষের মুক্তির জন্য, দুনিয়ার জন্য এছাড়া আর ভিন্ন রাস্তা খোলা আছে?