রণবীর কাপুর ও আলিয়া ভাটের আজ বিয়ে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২২

আজ বৃহস্পতিবার রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের পিঁড়িতে বসছেন। রণবীরের মা নিতু সিং এবং বোন ঋদ্ধমা কাপুর সাহানি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিয়ে উপলক্ষে মুম্বাইয়ের কাপুর ভিলা আলোর রোশনাইতে সেজে উঠেছে। বুধবার মেহেন্দি হয়ে গেছে। রণবীরের ব্যাচেলরস পার্টিতে উপস্থিত ছিলেন সালমান ও শাহরুখ খান। এছাড়া হলদি থেকে হাজির আছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি নিছকই পারিবারিক হচ্ছে। রণবীরের দিক থেকে উপস্থিত থাকবেন কাপুর খানদানের জীবিতরা। জ্যাঠা রণধীর কাপুর সুস্থ থাকলে তিনি সাম্প্রদান করবেন।

উপস্থিত থাকবেন আলিয়ার বাবা মা মহেশ ভাট, সোনি রাজদান ও দিদি পূজা ভাট। বর আসবে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। বর-কনে দুজনেই পেপসি অর্থাৎ সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন।

আলিয়ার লাল রঙের লেহেঙ্গা আর রণবীরের শেরওয়ানি চোস্ত। রিসেপশন পরে কোনো দিন হবে। নিতু সিংয়ের ইচ্ছায় পুরো ব্যাপারটি পারিবারিক রাখা হচ্ছে।