রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৩তম জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ০৮, ২০২৪

রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৩তম জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে তিনি জন্মগ্রহণ করেন।

গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোটগল্প ও চিত্রকর্মসহ সাহিত্যের সব শাখায় তিনি বিচরণ করেছেন। বাঙালি তার সুখ, দুঃখ, আনন্দ, বেদনার শিল্পরূপ বরীন্দ্রনাথের সৃষ্টিতে স্থান পেয়েছে।

তার লেখা অনেক গান ও কবিতা আমাদের মুক্তিযুদ্ধে শক্তি জুগিয়েছে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর রবীন্দ্রনাথের গানই বাংলাদেশের জাতীয় সংগীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে।

এই প্রাণপুরুষের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী, সিরাজগঞ্জের শাহাজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এছাড়া শিল্পকলা একাডেমি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। ছায়ানটে রয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। ছায়ানট মিলনায়তনে আয়োজিত এই উৎসব সবার জন্য উন্মুক্ত।