
রাশিয়ায় শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২২, ২০২৫
রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে আজ মঙ্গলবার ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে উলটে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোর ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সূত্র: মস্কো টাইমস