শুভ্র দেবের অভিযোগ, ‘প্রিয়তমা’র গান নকল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৯, ২০২৩
গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ২ মাস পেরিয়ে গেলেও দেশের প্রেক্ষাগৃহে এখনও এটি চলছে সগৌরবে। এই সিনেমার ‘প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ গান দুটি ব্যাপক সমাদৃত হয়েছে দর্শকমহলে।
এর মধ্যে ‘প্রিয়তমা’ গানটি গ্লোবাল টপ মিউজিক ভিডিও র্যাংকিংয়ে আছে এখনও। তবে গানটি নিয়ে মিশ্র অভিমত প্রকাশ করলেন গুণী সংগীতশিল্পী শুভ্র দেব। তার অভিযোগ ‘প্রিয়তমা’ গানটির সঙ্গে তার ‘এ মন আমার পাথর তো নয়’র মিল রয়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে কথাও বলেছেন।
শুভ্র দেব বলেন, “প্রিয়তমার গান নিয়ে অনেক ভক্ত আমাকে কিছু বলার জন্য বলেছিলেন। আসলে ‘মন আমার পাথর তো নয়’ গানের অন্তরার সঙ্গে ওই গানটির অন্তরা মিলে যায়। তবে এটি নিয়ে আমি এখনই সব বলব না। কয়েকদিনের মধ্যে একটি ভিডিও প্রকাশ করব।”
আসিফ ইকবালের কথায় ‘প্রিয়তমা’র সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। আর এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।
গানটির প্রশংসা করে শুভ্র দেব জানান, আসিফ, বালাম ও কোনাল খুবই ভালো করেছেন। তবে সুর নিয়ে এখনই বিস্তারিত বলেননি এই গায়ক।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় এর কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। নির্মাণ করেছেন হিমেল আশরাফ। শাকিব-ইধিকার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেকে।
























