শূন্য থেকে শিখরে ওঠার গল্প ‘পায়ের ছাপ’: মুক্তা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২২

‘পায়ের ছাপ’ নারীর শূন্য থেকে শিখরে ওঠার গল্প বলে জানিয়েছেন সিনেমাটির নায়িকা মেঘলা মুক্তা। সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে। ঢাকাসহ দেশের ১১টি সিনেমা হলে চলছে এটি।

 

সাইফুল ইসলাম মাননু পরিচালিত সিনেমাটির মাধ্যমে সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী হিসেবে অভিষেক হলো মুক্তার। এর আগে, তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমায় মেঘলা মুক্তা অভিনয় করেছিলেন।

 

নিজের অভিনীত সিনেমাটির প্রথম শো দেখতে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন মেঘলা মুক্তা। সঙ্গে ছিলেন মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেন মুক্তার মা।

 

তিনি বলেন, “ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে মুক্তার আলাদা একটা টান ছিল। ছোটতেই আমার জুতা পরে হাঁটার চেষ্টা করতো। বলতো, বড় হয়ে আমি বড় বড় স্টেজে হাঁটবো। এবং সেটা ও ২০১১ সাল থেকে করা শুরু করে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশে আজ তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। আমিও ওর পাশে বসে সিনেমাটি দেখেছি। ও এত ভালো অভিনয় করবে, সেটা ভাবিনি। বাকিটা দর্শক বলবে। মা হিসেবে আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই। সবাই ওর পাশে থাকবেন।”

 

মেঘলা মুক্তা বলেন, “একজন নারীর সংগ্রাম ও শত বাধা পেরিয়ে জয়ী হওয়ার গল্প ‘পায়ের ছাপ’। নিজের অভিনীত চরিত্র মায়ার সংগ্রাম দেখে, নিজের জীবনের অনেক কথা মনে হচ্ছিল। নারীর শূন্য থেকে শিখরে ওঠার গল্প পায়ের ছাপ। ভালো গল্পের সিনেমা যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য `পায়ের ছাপ` একটি পরিপূর্ণ সিনেমা। দর্শক পুরোটা সময় উপভোগ করবেন এটা বলতে পারি।”

 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন: দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান ও নরেশ ভূঁইয়াসহ অনেক।