শ্রীলঙ্কায় বাংলাদেশিরা নিরাপদে আছে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২১, ২০১৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে কোনো বাংলোদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশির হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

তিনি বলেন, “শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশন সেখানে থাকা বাংলাদেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। মিশনে একটি হটলাইন খোলা হয়েছে, যাতে যে কেউ যোগাযোগ করতে পারে।

তিনি আরো বলেন, “শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় বা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।”

উল্লেখ্য, রোববার শ্রীলঙ্কার ইস্টার সানডের অনুষ্ঠান পালনের সময় চার্চ ও হোটেলের ছয়টিরও বেশি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় এখনো পর্যন্ত হামলায় পর্যটকসহ ১৫৬ জন নিহত এবং পাঁচশো মানুষ আহত হয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিনে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।