সজীব দে’র ৪ কবিতা

প্রকাশিত : জানুয়ারি ০৯, ২০২০

স্তন

ব্যথার ভেতর আজগুবি একটা মাছ এসে জানালো, সে ঘাসফুলের ঘ্রাণ চায়।
স্থির অবচেতন কিংবা রঙ মাখানো বিকল্প চিন্তার খসরায়
এসে পড়ে কবেকার পাতায় মোড়ানো স্তন জোড়া।

জীবনানন্দ

ক্লান্তিতে ঘুমিয়ে পড়া হিজলের বনে
জীবনের অশেষ গান বেজে চলে
সুরঞ্জনা যখন যুবকের সাথে
আগুনে লাফিয়ে পড়ে।

প্রজাপতি

পারস্পরিক ট্রেন ছুটে চলে অগস্তায়
তখন পাঁচ হাজার লোক ডিভাইন কমেডি পড়া শুরু করে।

ঘ্রাণ

তুমি চলে যাবার পর শুধু পোড়া পাতার গন্ধ পাই।
আর গ্রীবা থেকে ঝরে পড়া নীল পাখিটি
একা একা জারুলের ডালে বসে থাকে
অন্য প্রেমিকার আশায়।