সংগৃহীত

সংগৃহীত

সরগরম হয়ে উঠেছে বইমেলার শিশু চত্বর

ওমর সাঈদ

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০১৮

শিশুপ্রহরের মধ্যে দিয়ে আজ শুরু হলো অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। সকাল থেকে পাঠকের ভিড় খুব একটা বেশি না থাকলেও সরগরম হয়ে উঠেছে শিশু চত্বর। সাহিত্যের সাথে শিশুদের পরিচয় করি দিতেই এই আয়োজন। নতুন নতুন বই এবং শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ সিসিমপুরের চরিত্র হালুম টুকটুকি শিকু ও ইক্রির সাথে আনন্দে মুখর হয়ে উঠেছে শিশুচত্ত্বর।

শুধু বই পড়া অথবা কেনাই নয়, বই প্রকাশেও থেমে নেই শিশুরা। খুদে লেখক অলীন বাসারের এবার মেলায় দুটো বই বের হয়েছে। ‘পালোয়ানের হার’ ও ‘ভূতের টিউশনি’ নামের পুরো চার রঙের বই দুটোতে থাকছে সুন্দর সুন্দর সব ছবি। মেলার প্রথম শিশু প্রহরেই, অর্থাৎ ২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সিসিমপুর মঞ্চে সকাল ১১টায় বই দুটোর মোড়ক উন্মোচন করা হয়। এসময়ে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। এই দুটোসহ অলীনের এপর্যন্ত পাঁচটা বই প্রকাশিত হয়েছে।

মেলার দ্বিতীয় দিনেই শিশুদের জন্য এখন পর্যন্ত একশোটিরও বেশি নতুন বই স্টলে স্টলে এসেছে। সামনে আরও অনেক নতুন বই আসবে বলে জানা গেছে প্রকাশনা সংস্থাগুলোর কাছ থেকে। বইমেলায় সাধারণ শিশুদের বই বেশ বিক্রি হয়। এ কারণে শিশুসাহিত্য প্রকাশে সব প্রকাশকেরই কমবেশি আগ্রহী দেখা যায়।

শিশুচত্ত্বরের বিশেষ এ আয়োজন ছারাও মেলার মূলমঞ্চে প্রতিদিনই থাকছে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ ও কবিরা অংশ নেবেন। একাডেমির নিজস্ব দুটি ক্যান্টিন দর্শকদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে।