সাঈফ ইবনে রফিকের তিনটি কবিতা
প্রকাশিত : জুলাই ০৬, ২০২০
মাথার তার
মাথার তার ছিঁড়ে গেলে
ওয়াইফাই হয়ে যাই!
ধর্ষণ মুখরিত গ্রামে
যখন ইন্ডিয়ান সিরিয়ালে ঘুমিয়ে আছে লোকালয়;
বাগানে উঠানে হাইব্রিড শস্যক্ষেত্রে
পাস্তুরিত মনকে তুমি বলছো, অর্গানিক।
হরলিক্স কঠিন অধ্যাবসায় আর
ক্যালোরি ভাঙা পরিশ্রমে যতটা ডায়েট;
তারও চেয়ে বেশি ঘামে বায়োনিক ভ্রম;
স্কয়ার ফিটে আটকে যাওয়া বিশ্ববিদ্যালয়
করণিক ঘণ্টা পেটায়!
তুমি একা ফেসবুকিংয়ে জাংক ফুডশপ
আমি ফটোশপ ভেবে সব উড়িয়ে দেই
শিরা-উপশিরা ছিঁড়ে গেলে
মানবদেহও ওয়াইফাই হয়ে যায়!
নিশ্চয়ই আল্লাহ দেখছেন
আধুনিক শপিংমলের আদলে
নবনির্মিত বহুতল জাদুঘর ভবনে
কাচঘেরা প্রকাণ্ড শোকেসে
একটা ‘পুরোনো মসজিদ’ সাজানো।
টিকেটের দর্শনার্থীরা এর প্রত্নমূল্য যাচাই করছেন;
অথচ কেউ আমাকে দেখছেন না!
মসজিদ দেখছেন অথচ
সুবহানআল্লাহ বলছেন না,
সিজদায় যাচ্ছেন না।
নিশ্চয়ই আল্লাহ দেখছেন আর হাসছেন!
কিভাবে মানুষ তাকে ইতিহাস বানানোর ষড়যন্ত্র করছে;
আর নৃবিজ্ঞানসহ গোটা সভ্যতা অন্ধ হয়ে যাচ্ছে,
মসজিদের মধ্যে রক্তমাংসের আমাকেও দেখছে না।
হে আল্লাহ
হে আল্লাহ,
আমি যেন বুড়া বয়সে প্রিয় অগ্রজদের মতো মেরুদণ্ডহীন না হই
আমি যেন বুড়া বয়সে প্রিয় অগ্রজদের মতো হাসাহাসির পাত্র না হই
আমি যেন বুড়া বয়সে প্রিয় অগ্রজদের মতো সুলভে বিক্রি না হয়ে যাই
আমি যেন বুড়া বয়সে প্রিয় অগ্রজদের মতো ব্যক্তিত্ব না হারাই
আমি যেন বুড়া বয়সে প্রিয় অগ্রজদের মতো লুচ্চা না হয়ে যাই
হে আল্লাহ,
আমাকে সম্মানের সাথে মৃত্যু দিও
যেন অনুজরা আমাকে নিয়ে গর্ব করতে পারে।
যেন তাদের ভালোবাসা মৃত্যুর পরও অটুট থাকে।
























