সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিকের ৪ কবিতা

প্রকাশিত : ডিসেম্বর ০২, ২০২৫

ভাস্কর্য

 

মসজিদের মিনারও একটা ভাস্কর্য
কুতুব মিনারও মূর্তি!
আর যারা বলে,
এতে প্রাণীর অবয়ব নেই—
তারা নিজেরাই নিষ্প্রাণ।

 

যখন মিনার থেকে
নামাজের জন্য ডাকছে আজান—
নাগরদুষণে মৃত আত্মা
জেগে ওঠে। ভেতরে ভেতরে
মহাপ্রাণ।

 

প্রাণ ফুঁকে দেয়ার আগে
আদমও এক মাটির ভাস্কর্য;
বিশ্বাস করো, পৃথিবীর প্রতিটি
মসজিদের মিনারে মিনারে
প্রাণপ্রতিষ্ঠা হয়েছে।
স্পন্দন আছে।

 

মানুষ ও রোবট

 

এখন মানুষে মানুষ খায়,
আর বলে বেড়ায়,
ক্যানিবলিজম হারাম।

 

ইনডিভিজুয়ালিজমের চরম শিখরে
মানুষ একদিন নিজেকে খেয়ে বাঁচবে।
এটাই শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত।

 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে
হবে প্রাণের সঞ্চার—
যদিও রোবট কখনো রোবট খাবে না।

 

নিউজরুম

 

ভালো খবরগুলো দরজায় নক করছে,
কিন্তু খোলা দরজা ঠেলে ভেতরে ঢুকছে না।

 

আর আমি দরজা খুলতে গেলেই
পালিয়ে যাচ্ছে
তাজা তাজা সব সুসংবাদ!

 

পাশের ফ্লাটের ক্র্যাশে
আমারই শৈশবের মতো
পালিয়ে যাচ্ছে কলিংবেল।

 

রাজসাক্ষী

 

ফুঁকোর শপথ,
উত্তরাধুনিকতায়
যে সাবঅল্টার্ন আলাপে
তোমরা কেন্দ্রকে ভেঙেছো;
কেন্দ্রীয় প্রবণতার বিরুদ্ধে
অপরিহার্য করে তুলছো
প্রান্তিক বলয়!
আমি তার রাজসাক্ষী...