সীমান্তে ফের গুলির শব্দ, নাইক্ষ্যংছড়িতে আতঙ্ক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২২

দশদিন বন্ধ থাকার আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুমব্রু সীমান্তে ভারী গুলির শব্দ শোনা যায়।

এছাড়া টেকনাফের খারাংখালী সীমান্ত থেকেও গোলাগুলির শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিন রাত সাড়ে ৭টা পর্যন্ত অন্তত পাঁচটি গোলার শব্দ শুনতে পান তুমব্রু সীমান্তে বসবাসকারীরা।

তুমব্রু উত্তরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “সন্ধ্যার পর মিয়ানমারের দিক থেকে মর্টারের গোলার বিকট শব্দ শোনা গেছে। আমরা ২০ মিনিটের মধ্যে চার-পাঁচটি মর্টারের গোলার আওয়াজ শুনতে পেয়েছি। আজ নতুন করে মর্টারের আওয়াজ শুনে ভয় লাগছে।”

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, “মাঝখানে কিছুদিন গোলাগুলি বন্ধ থাকার পর সোমবার সন্ধ্যা থেকে আবারও ভারি গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছি।”

ঘুমধুম-তুমব্রু সীমান্তে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকতা জানান, কিছুদিন গোলাগুলি বন্ধ থাকায় সীমান্তের লোকজন স্বস্তিতে ছিল। সোমবার আবার গুলির শব্দ পাওয়া গেছে। তবে আমরা সতর্ক অবস্থানে থেকে সীমান্তের সব জায়গায় নজরদারি করছি।”

সীমান্তে বসবাসকারী স্থানীয় লোকজন ও রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, অন্তত ১০ দিন ধরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ সোমবার আবারও গোলাগুলির শব্দ পাওয়া গেছে।