সুদীপ্ত সাধুখাঁর করোনার ছড়া

প্রকাশিত : মার্চ ২৭, ২০২০

করোনার ছড়া

কী খাব একুশটা দিন?
কী খাবে বাচ্ছাগুলো?
নির্বাক গ্রহ তারা
নিশ্চুপ পথের ধুলো!

এসময় ভীষণ ভারি
ঘরে নেই ভাতের দানা
খিদেতেই মারবে? নাকি
কোভিড করোনা?

জগতের বিপদ এখন
খালিপেটে ঘরেই থাকো
বাবুরা নিদান দিলেন
পৃথিবীকে বাঁচিয়ে রাখো!

এ লড়াই জিততে হবেই
ক’টাদিন নাইবা খাব
বাবুদের জয় হলে পর
বাঁচলে খাটতে যাব।

আছিতো মরেই আছি!
খিদে আর অপুষ্টিতে,
লকআউট পারবে কি আর
আমাদের বাঁচিয়ে দিতে?

তবু এই যৌথ লড়াই
আমাদের জিততে হবেই,
সকলের আত্মত্যাগে
করোনা বিদায় নেবেই।

এ লড়াই জেতার পরেও
থেকে যাবে খিদের লড়াই!
বাবুরা কি শামিল হবেন
হাতে হাত রাখবে, সবাই?

সে লড়াই একলা লড়াই
সে যুদ্ধে কেবল হারা!
বাজারের জাঁতার কলে
পিষে মরে সর্বহারা!

করোনায় জেতার পরে
তালা সব খুলেই যাবে,
বাবুদের ঘরে ঘরে
থালা থালা পার্টি হবে!

পৃথিবীর চেতনা হোক!
যেন এটা বুঝতে পারি;
শুধুমাত্র করোনা নয়
খিদেটাও অতিমারি!