হাসপাতালে ভর্তি সব্যসাচী, পেসমেকার বসাতে হবে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২০, ২০২৪

মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় অসুস্থ হওয়ায় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের অধীনে  ভর্তি করা হয়েছে। তার হার্টে ব্লক রয়েছে। পেসমেকার বসাতে হবে।

তার পরিবার জানিয়েছে, এই বিষয়ে চিকিৎসকরাই জানাবেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

কয়েক দিন আগেই বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের সব তদারকি করেন সব্যসাচী।

ছেলে গৌরব জানিয়েছিলেন, দাদুর খুব প্রিয় নাতি ধীর। তারা একত্রে সময় কাটাতে বেশ পছন্দ করে।

২০২৩ সালে ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে সব্যসাচী বলেছিলেন, “এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চাই। আমার সময় শেষ, এখন আমি অবসরপ্রাপ্ত।’’

তিনি আরও বলেছিলেন, “আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।”

তবে এসব কথা বলার কিছুদিন পরে তিনি বলেন, ‘‘তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল আমি অবসর নিচ্ছি কিনা, তারপর আমি ভাবলাম `তাহলে তাই` বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই।’’

জানা গেছে, শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে অভিনয় করছেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমায় হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন। এ ছবিতে আছেন সব্যসাচীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটও পর্দা বড়পর্দায় ব্যাপক জনপ্রিয়। তার জন্ম ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর পূর্ব ভারতের কলকাতায়। তিনি ‘ফেলুদা’ চরিত্রের জন্য বিশেষ জনপ্রিয়। সূত্র: হিন্দুস্তান টাইমস ও নিউজ১৮