হেনরী স্বপনের ‘নাতনির জন্য ছড়া’

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০২০

জাতির জনকের জন্য শ্রদ্ধাঞ্জলি

৯৬.
এই দেশ কোনোদিন ভুলবে না তারে
সবুজ শ্যামল গ্রাম
এ জাতির সংগ্রাম
এই দেশ এই মাটি ভুলতে কি পারে?
ঝিকিমিকি বালুচর
কেউ নয় কারো পর।
এই প্রীতি ফুটে আছে ফুলের বাহারে
সাগরের আছে ঢেউ
ভুলবে না তারে কেউ
মুজিবের স্মৃতি ঘেরা, এই দেশটারে।

৯৭.
দেশের জন্য যারা করে
অনেক কিছু ভালো
আমরা তাদের মূল্য দিতে
চাই না চাঁদের আলো।

অবক্ষয়ের আঁধার ঘিরে
মোদের জন্মভূমি
এমন সমাজ গড়তে ভেঙে
থাকলে মুজিব তুমি।

লড়ত সবাই গড়তে স্বদেশ
থাকতো তোমার সাথে
মাঠের কৃষক ফসল ফলায়
জোনাক জ্বলে রাতে।

এদেশ যাদের বুকের রক্তে
পেয়েছে জয়ের মালা
এবার তাদের মূল্য দিতে
সাজাও ফুলের ডালা।

৯৮.
পিতার বুকে মাথা রেখে ঘুমায় শিশুর দল
বুকের আদর আঁকড়ে ঝরে ঝরণা জলের ঢল।
আমরা পিতার ভাগ্য জুড়ে
দেশটা গড়ি আপন সুরে
নীল আকাশের প্রজাপতি বেড়ায় উড়ে উড়ে।

জাতির পিতা হারিয়ে জাতির কূল-কিনারা নাই
কবির লেখা গানের সুরে দুঃখটা টের পাই...!

৯৯.
দেশটা আজও দত্যি দামাল খাচ্ছে চেটে রাক্ষসে
বাড়ছে নেতা সুযোগ বুঝে, বাড়ছে সবাই ছককষে।
নায়ক গায়ক আমলা নেতা
সবাই এখন স্বাধীনচেতা—
কেমন তিনি দেশ দরদি, যায় না বোঝা সেটা।

মষ্ণে বসে সব নেতারাই দেশকে ভালোবাসে
শেখ তেলানি মুখে সবাই দাঁত কেলিয়ে হাসে।

১০০
ফুলে-ফলে বন-বনানি সবুজ ঢাকার রমনা
তুমুল লড়াই মিছিল মিটিং সেই কাহিনি কম না।

কান্না ভেজা রক্ত দিয়ে ইতিহাসের পাতা
ছবির মতো স্বপ্ন নয় কবির লেখা খাতা।

হত্যা খুনের শিকার অনেক নেতা তাজুদ্দিন
শেষ হয়নি লড়াই তাদের, শেষ হয়নি ঋণ।

মুক্তি সেনার মুক্ত স্বদেশ পায়নি যারা আজও
সংগ্রামী সেই মানুষগুলো পায় না ভালো কাজও।

স্বপ্ন আশায় আনলো যারা বাংলাদেশের নাম
বীর বাঙালি বীরশ্রেষ্ঠ তারাই দেশের সুনাম।

জয় বাংলার জয়ে পেল মুক্ত জন্মভূমি
বঙ্গবন্ধু সকল জয়ের অনুসঙ্গ তুমি।

১০১.
ঘাতকরা সব এক হয়েছে জঙ্গি আইএস নামে
শাপলা ফোটা ঝিলের জলে রক্তমেশা ঘামে।
ঘামের লোনা তিক্ত স্বাদ
ফ্যাসিবাদের জিন্দাবাদ
সুযোগ পেলেই ছোবল দেবে, তুলছে ফণা অবাধ।

একাত্তরের বদলা নিতে পঁচাত্তরের রাতে
থাকতো যদি দুবোন সেদিন মরত তারাও সাথে।

শেখ হাসিনা শেখ রেহানা দেশের মাটির অঙ্গ
এদের হাতেই বাঁচবে এদেশ, শেখ মুজিবের বঙ্গ।

১০২.
দেশ-বিদেশে নেতা খুনের আছে আনেক
আছে ঘাতক নজির
বাংলাদেশের মহান নেতা শেখ মুজিবর
পাকিস্তানের বেনজির।
ভারতবর্ষে একে একে খুন হয়েছে
গান্ধি করমচাঁদ
খুন হয়েছে ভারত মাতা ইন্দিরা আর
যায়নি রাজিব বাদ।
এফ কেনেডি, আব্রাহামও শহিদ তারা
আততায়ীর গুলিতে
বীর হারিরি’র লেবাননে মানুষ তাঁকে
চায় না আজো ভুলিতে।
মার্টিন লুথার জুনিয়রের দীক্ষা ছিল
গান্ধিবাদে অহিংস
সৌদি বিন বাদশাহ আজিজ খুনির হাতে
খুন হয়েছে নৃশংস।
রাষ্ট্র নায়ক খুনের করুণ বইছে ‍এমন
ইতিহাসের ধারা
আততায়ী ঘাতক খুনের রাজনীতিতে
কাঁপছে বসুন্ধরা।