৬৫ বছর বয়সেও নায়িকা, তবে শুটিং নেই!

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৩, ২০২২

বয়স ৬৫ ছাড়িয়েছে। তবে এ নিয়ে কোনো খেদ নেই বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের তারকা নূতনের। তিনি সবসময়ই নিজেকে নায়িকাই মনে করেন। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে তিনি এমনটিই লিখেছেন।

নূতন লেখেন, “আমি মানুষ যে বয়সেরই হই না কেন, মনে মনে নিজেকে সবসময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম, আছি, থাকবো। নায়িকা হয়েই মরবো।”

তিনি আরও লেখেন, “শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছ, নায়িকাই থাকবা।”

নূতন লেখেন, “আমি এখনো নিয়মিত জিম করি। মেনে চলি কড়া ডায়েট। কারণ, মনে মনে নিজেকে সেই পঁচিশের নায়িকাই ভাবি। এরপরও পার্শ্ব চরিত্র, খল নায়িকা, মা-বোন ইত্যাদি চরিত্রে কাজ করেছি। তব সেটা কেবল প্রয়োজনের তাগিদে।”

তিনি আরও লেখেন, “মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে সব সময় নায়িকাই ভাবি। সেই ১৯৮০-৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়া-দাওয়া ও ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই।”

উল্লেখ্য, নূতনের জন্ম ১৯৫৬ সালে কিশোরগঞ্জে। নূতন নামের আগে রমা বা রত্নাবতী চক্রবর্তী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৬৯ সালে ১৩ বছর বয়সে মোস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।

চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সর্বমহলে তার পরিচয় ছড়িয়ে পড়ে। দীর্ঘ ক্যারিয়ারে তিনশোর বেশি সিনেমায় কাজ করেছেন তিনি।