অভিনেত্রী তনুশ্রী দত্তর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৯, ২০২১

ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্তর আজ জন্মদিন। ১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খণ্ডের জামশেদপুরে তার জন্ম। এই শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুণে জুনিয়র কলেজে তনুশ্রী লেখাপড়া করেন।

মডেলিং জীবন অনুসরণ করার জন্য বিসিএমের প্রথম বছর শেষ করার পর তিনি কলেজ থেকে বাদ পড়েন। ২০০৩ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা তনুশ্রী দত্ত জেতেন। ফলে তিনি মিস ইউনিভার্স ২০০৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন যা কোয়েটো, ইকুয়েডরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি শীর্ষ দশম চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে ছিলেন।

২০০৫ সালে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে, চকলেট এবং আশিক বানায় আপনে চলচ্চিতে অভিনয়ের মাধ্যমে। আশিক বানায়া আপনে চলচ্চিটি বক্স অফিসে ব্যর্থতা ছিল কিন্তু এর সঙ্গীত অল টাইম ব্লকবাস্টার রেকর্ড করেছিল।

মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে তিনি হ্যারি আনন্দের একটি ভারতীয় পপ মিউজিক ভিডিও, ‘সাইয়ান দিল মিনা আনা রে’ নামে ভিডিওতে অভিনয় করেন। এটি খুবই জনপ্রিয় ছিল এবং ২০০৩ সালে বেশ কয়েকটি স্টেজ শোতে তিনি অভিনয় করেন।